ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

ওআইসি মহাসচিব চারদিনের সফরে বুধবার ঢাকা আসছেন

oicmcঅনলাইন ডেস্ক :::

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ চার দিনের সফরে আগামী বুধবার ঢাকা আসছেন। তিনি পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

ওআইসির মহাসচিব হিসেবে এটি তার প্রথম বাংলাদেশ সফর।

ইউসুফ বিন আহমেদ বৃহস্পতিবার রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করবেন।
তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তার সম্মানে দেয়া নৈশভোজে যোগ দেবেন।

ওআইসি মহাসচিব রোহিঙ্গা উদ্বাস্তুদের অবস্থা সরেজমিন দেখতে শুক্রবার কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরসহ আশেপাশের এলাকা পরিদর্শন করবেন। তিনি উদ্বাস্তুদের প্রতি ওআইসির পক্ষে সহানুভূতি ও সংহতি প্রকাশ করবেন। উদ্বাস্তু পরিস্থিতি নিয়ে তিনি স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সাথে আলোচনা করবেন।

এ ব্যাপারে আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওআইসিতে বাংলাদেশের ভূমিকা ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই সফরের মাধ্যমে মহাসচিব বাংলাদেশের সাথে পরিচিতি হওয়ার সুযোগ পাবেন। এছাড়া ওআইসি ও মুসলিম উম্মার বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের নেতৃবৃন্দের মতামত ও সুপারিশ জানার সুযোগ তার হবে। আগামী বছর ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। মহাসচিবের এই সফরের মাধ্যমে অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি বাংলাদেশ ও ওআইসি সচিবালয়ের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনার সুযোগ হবে।

পাঠকের মতামত: