ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

এক মাসের ছুটিতে প্রধান বিচারপতি

sinhaঅনলাইন ডেস্ক ::

এক মাসের ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি এ ছুটি চেয়ে আজ  প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বরাবর আবেদন করেছেন। আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এই আবেদনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আবেদন অনুযায়ি প্রধান বিচারপতি আগামীকাল থেকেই ছুটিতে যাচ্ছেন। এর্টনী জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে বলেছেন, নিয়ম অনুযায়ি বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্হাব মিঞারই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হওয়ার কথা।
অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল সুপ্রিম কোর্ট খুলছে। অবকাশকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা কানাডা ও জাপান সফর করেন। দূর্গা পূজা উপলক্ষে প্রেসিডেন্টের দেয়া সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সর্বশেষ তিনি বঙ্গভবনে যান। ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘোষণার পর সরকার ও ক্ষমতাসীন দলের সমালোচনার মুখে পড়েন প্রধান বিচারপতি। তার পদত্যাগেরও দাবি উঠে সংসদে।

পাঠকের মতামত: