ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসার সড়কটি গর্তে সয়লাব : দূর্ঘটনার আশংকা

এম আবুহেনা সাগর, ঈদগাঁও ::

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর আলমাছিয়া ফাজিল মাদ্রাসার পাশ দিয়ে বয়ে যাওয়া সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে  মরণ ফাঁদে পরিণত হয়ে পড়েছে । বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্রছাত্রীরা নানা দূর্ভোগ আর দূর্গতি পেরিয়ে প্রতিদিন তাদের প্রিয় শিক্ষাঙ্গনমুখী হতে দেখা যাচ্ছে। সরেজমিন ঘুরে দেখা যায়, ঈদগাঁও বাজারের দক্ষিন পাশের অকেজো সড়ক সংস্কারের দেখা না মেলার কারনে মাদ্রাসা সড়কটি বর্তমানে জন ও যানবাহন চলাচল বৃদ্বি পাওয়ায় ঔ চলাচল সড়কটি যত্রতত্র স্থানে ছোট বড় গর্তে ছেয়ে গেছে। কোন বিবেকবান বা সুস্থ মানুষ একবার এসব রাস্তা দিয়ে কোনভাবেই যাতায়াত করলে দ্বিতীয় বার সে আর আসবেনা। এমন অবস্থায় পতিত হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে আসা আজকের কক্সবাজার পত্রিকার এ প্রতিনিধির চোখে এমন দৃশ্য চোখে পড়ে । মাদ্রাসার পাশ্বর্বতী মসজিদ সংলগ্ন রাস্তার মাথায় ত্রিমুখী পয়েন্টে একটি বড় গর্তের কারনে চলাচলে দারুন ভাবে ব্যাঘাত ঘটছে। সন্ধ্যা বা রাত্রী কালীন সময়ে যানবাহন চলাচল করতে গিয়ে যেকোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা প্রকাশ করেন শিক্ষার্থীসহ সাধারন লোকজন। একাধিক পথচারী জানান, সড়ক জুড়েই বড় বড় গর্ত আসলেই ঝুকিঁপূর্ন। রক্ষা পেতে হলে সংস্কারের বিকল্প নেই। তবে কয়েকজন শিক্ষার্থীর মতে, বর্তমানে মাদ্রাসা সড়কটি সংস্কার অতীব জরুরী হয়ে পড়েছে। প্রতিনিয়ত মরন দশার কবলে পড়েছে ছাত্রছাত্রীসহ অসংখ্য মানুষজন। যেন মাদ্রাসা সড়কটি মরন ফাঁদে রয়েছে দীর্ঘমাস ধরে।

পাঠকের মতামত: