ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ইমরান এইচ সরকারের ওপর ছাত্রলীগের হামলা

অনলাইন ডেস্ক ::imran_110085

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের ওপর হামলা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। এতে আরো ৫-৬জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় জাদুঘরের সামনে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে এলে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমনের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে হামলা চালায়। ঘটনার বিষয়ে ইমরান এইচ সরকার বলেন, কতিপয় দুষ্কৃতিকারী হঠাৎ আমাদের উপর হামলা চালায়। তারা বলে কিসের বন্যা দেশে কোনো বন্যা নাই। এই কথা বলে পাথর লাঠিসোটা নিয়ে হামলা শুরু করে। আমিসহ আমাদের পাঁচ কর্মী আহত হন। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়েরের প্রস্তুতির কথাও জানিয়েছেন ইমরান।

পাঠকের মতামত: