ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

আলীকদমে ৩০ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার

আলীকদম সংবাদদাতা :: বান্দরবানের আলীকদম উপজেলা থেকে ৩০ হাজার ইয়াবাসহ রুমা আক্তার (৩০) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে আলীকদম সদর ইউনিয়নের খুইল্ল্যা মিয়া পাড়ার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুমা আক্তার ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী। তার পিতার নাম ফরিদুল আলম।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রুমা আক্তার নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সাথে থাকা অপর দুই সহযোগীর নাম-ঠিকানা প্রকাশ করে এবং র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দ্রুত পালিয়ে যায় বলে স্বীকার করে। পরে তার হেফাজতে থাকা ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পাঠকের মতামত: