ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

আলীকদমে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন আটক

লামা-আলীকদম প্রদিনিধি :::

ডাকাতির প্রস্তুতিকালে বান্দরবানের আলীকদম উপজেলায় চার জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবুল কাশেম মেম্বার পাড়া সীমান্ত ব্রীজের নিচ থেকে তাদেরককে আটক করা হয়। আটকরা হলো- চৈক্ষ্যং ইউনিয়নের সিলেটি পাড়ার বাসিন্দা শহর মুল্লুকের ছেলে দোলোয়ার হোসেন (২৭), লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের শীলেরতুয়া এলাকার বাসিন্দা মৃত রেজাউল করিমের ছেলে মো. মানিক (৩০), চকরিয়া পৌরসভা এলাকার কুচপাড়ার বাসিন্দা কবির আহমদের ছেলে সাহাব উদ্দিন (৩০), ভোলা জেলার লাল মোহন এলাকার বাসিন্দা মৃত ছাদেক হাওলাদারের ছেলে হুমায়ুন কবির (৩০)।

সূত্র জানায়, বেশ কয়েকজন ডাকাত সংঘবদ্ধ হয়ে চৈক্ষ্যং ইউনিয়নে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে আলীকদম থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আজমগীরের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা মঙ্গলবার রাত একটার দিকে সীমান্ত ব্রীজ এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির সরঞ্জামসহ ৪জনকে হাতেনাতে আটক করে পুলিশ।

ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ বলেন, আটকদেরকে জিঙ্গাসাবাদের পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত: