ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

আলীকদমে ঘুর্ণিঝড় মোরা’র তান্ডবে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলেন বীর বাহাদুর

download-2-1লামা-আলীকদম প্রতিনিধি ::::

বান্দরবানের আলীকদম উপজেলায় ঘুর্ণিঝড় মোরা’র তান্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ৪টি ইউনিয়নে পৃথকভাবে প্রায় ১ হাজার পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেন। এ উপলক্ষ্যে চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, নির্বাহী অফিসার নায়িরুজ্জামান, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী বিশেষ অতিথি ছিলেন। এরপর সদর ও নয়াপাড়া ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর।

পাঠকের মতামত: