ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

আজ ঈদের দিনেও সড়কে ৯ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক ::

পবিত্র ঈদ উল আজহার দিনেও সড়ক দুর্ঘটনায় ৯ জনের প্রাণহানি ঘটেছে। কুষ্টিয়া, বগুড়া ও সিরাজগঞ্জে এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। কুষ্টিয়া: কুষ্টিয়ায় ট্রাক ও মাহেন্দ্র সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছে। বুধবার ঈদের দিন দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- কুষ্টিয়ার দৌলতপুরের সাহাবুল (১২), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার শিপন (২৮) এবং অপরজনের নাম জানা যায়নি। ঈদের দিন আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল সাহাবুল ও শিপন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মাহন্দ্রে যাত্রী নিহত হয়। এ সময় পাঁচজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে একজনের মৃত্যু হয়। নিহতদের লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ। বগুড়া: বগুড়ার শেরপুর ও শাজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও দুইজন। বুধবার শাজাহানপুরে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ আর শেরপুরে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা খেলে হতাহতের এসব ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের মধ্যে দুইজন হলেন জেলার কাজীপুর উপজেলার হাজরাহারি গ্রামের সোহরব হোসেনের ছেলে শামীম আকাশ (২৮) ও জয়নাল আবেদিন সোহেল রানা (২৭)। বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ জানান, সকাল সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলার নাঝিরাবাজার এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। “অটোরিকাশাটি শাজাহানপুর থেকে যাত্রী নিয়ে শেরপুর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী আল হামরা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।” এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হওয়ায় তাদের এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। এদিকে শেরপুর উপজেলার শালপাড়া বোয়ালকান্দি এলাকায় বেলা ১২টার দিকে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। শেরুপর থানার ওসি হুমায়ুন কবির বলেন, “আকাশ ও রানা উপজেলার কাজীপুর থেকে মোটরসাইকেলে করে শেরপুর যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।” সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখী সংঘর্ষে অজ্ঞাত পরিচয় (৩৫) এক গরুর ব্যাপারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাস চালকসহ ছয় জন। বুধবার (২২ আগস্ট) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সিরাজগঞ্জের উপ-সহকারী পরিচালক (ডিএডি) জ্যোতির্ময় রায় জানান, গরুর ব্যাপারীদের নিয়ে রাজশাহীমুখি একটি ট্রাক হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গার চড়িয়া কামারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালকসহ ট্রাকের ছয় যাত্রী আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে হাটিকুমরুল গোলচত্বরে সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে মারা যান এক গরুর ব্যাপারী। প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ডিএডি জ্যোতির্ময়।

পাঠকের মতামত: