ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

আইপিইউয়ে বসা বাংলাদেশের এমপিরা ভূতুড়ে ভোটারদের প্রতিনিধি: বিএনপি

bnp-logo-lg20170107112601ডেস্ক নিউজ :

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বকারী সংসদীয় ব্যবস্থা গড়ে তুলতে নৈতিক অবস্থান গ্রহণ করার জন্য ঢাকায় অবস্থানরত ইন্টার পার্লামেন্ট ইউনিয়ন (আইপিইউ) সদস্যদের আহবান জানিয়েছে বিএনপি।

সোমবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

তিনি বলেন, আইপিইউ সদস্যরা নিজ নিজ দেশের প্রতিনিধি হিসেবে এ সম্মেলনে যোগ দিয়েছেন। অথচ আমাদের দেশে অনুষ্ঠিত সংসদীয় রাজনীতির এ মহা সম্মেলনে বাংলাদেশের জনগণের প্রকৃত কোনও প্রতিনিধিত্ব নেই। সংসদ সদস্য নামে যারা আজ এ সম্মেলনে প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পার্লামেন্টের পক্ষে অবস্থান নিচ্ছেন তারা সবাই ভূতুড়ে ভোটারদের প্রতিনিধিত্ব করছেন।

তিনি আইপিইউ সদস্যদের উদ্দেশে বলেন, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের নৈতিক সমর্থন এদেশে সত্যিকারের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখবে বলে আমার বিশ্বাস।

পাঠকের মতামত: