অনলাইন ডেস্ক ::
বাংলাদেশে আগামীতে সব দলের অংশগ্রহণমূলক স্বচ্ছ নির্বাচন দেখতে চায় কানাডা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দলের বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। বিএনপি মহাসচিব বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। অত্যন্ত প্রাণবন্ত বৈঠকটি ফলপ্রসু হয়েছে বলে মনে করি। মির্জা আলমগীর বলেন, তারা খুব স্পষ্ট করে একটি কথা বলেছেন, সকলের অংশগ্রহনে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন একটা নির্বাচন তারা দেখতে চান যা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। তারা বলেছেন, যে নির্বাচনটা হওয়া উচিৎ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ- এই ধরণের নির্বাচন তারা দেখতে চান।
কানাডার সংসদীয় প্রতিনিধিদলের নেতা ও অন্য সদস্যরা অনেক কিছু জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন। একই সঙ্গে তারা যেগুলো জানেন সেই বিষয়গুলো আমাদের সঙ্গে আলোচনা করেছেন। এর আগে রাত সাড়ে ৭টা থেকে ঘন্টাব্যাপী এই বৈঠক হয় গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে। ৬ সদস্যের কানাডার সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াসমিন রাতানস্কি এমপি। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেনÑ সালমা আতাউল্লাহ ঝা এমপি, ম্যাট জেনেরক্স এমপি, থমাস মুলকেয়ার এমপি ও বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়া প্রিফন্টেইন। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও আমির খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন।
পাঠকের মতামত: