ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

লামায়-চকরিয়া রোডে জীপ-পিকআপের ধাক্কায় নিহত ১

ৃৃৃৃমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দররবান জেলার লামা-চকরিয়া রোডে জীপ ও পিকআপ গাড়ীর চাপে পড়ে মোঃ জসিম উদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৬ মে শুক্রবার সকালে লামা-চকরিয়া সড়কের কুমারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন রুপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব শিলেরতোয়া এলাকার রুস্তম আলীর ছেলে। মোঃ জসিম পেশায় একজন ড্রাইভার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে লামা হতে চকরিয়া গামী জীপ গাড়ীর জানালার পাশে দাড়িঁয়ে চকরিয়া উপজেলায় যাচ্ছিল। গাড়ীটি সড়কের কুমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি পিকআপ (গাড়ি নং-৯৭৫১) গাড়ীর সঙ্গে ধাক্কা লাগে। দুইটি গাড়ীর চাপে পড়ে থেতলে যায় জসিম। জীপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে পরে ধাক্কা দেয়া পিকআপে করে তাকে চকরিয়া জমজম হাসপাতালে নেয়া হয়। চকরিয়া উপজেলা জমজম হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত জসিম ২ সন্তানের জনক।

সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ নূর বলেন, মৃতের লাশ তার বাড়িতে আনা হয়েছে।

পাঠকের মতামত: