ঢাকা,রোববার, ৫ মে ২০২৪

পৌরসভা নির্বাচনে প্রার্থীদের ব্যাপক প্রচার প্রচারণা

চকরিয়া ভোটের মাঠে নৌকা ও নারিকেল গাছ

মো: সাইফুল ইসলাম খোকন, চকরিয়া :: আসন্ন চকরিয়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। বাড়ি থেকে বাড়ি গলি থেকে গলি প্রার্থীদের পক্ষের দল বেঁধে পুরুষ ও মহিলাকর্মী, প্রার্থীর সাথে সমর্থকরা এ বিরাম প্রচারণায় মক্ত হয়ে পড়েছে। প্রার্থীদের বরাদ্দ পাওয়া প্রতীক সম্ভলিত পোষ্টারে চেয়ে গেছে নির্বাচনী পুরো চকরিয়া পৌরসভা। মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও কাউন্সিলর সাধারণ পদে ৪৯ জন প্রার্থীর পোষ্টার ঝুলিয়ে, দেয়ালে, গাছে ও বিদ্যুতিক খুটিতে দেখা যাচ্ছে। কিন্তু প্রার্থীদের পিছনে পিছনে নিকটম আত্মীয় ছাড়া তেমন কাউকে হোম ওয়ার্ক করতে দেখা যাচ্ছেনা।

কাউন্সিলর প্রার্থীদের উঠান বৈঠক আর ৪ মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে বর্তমান মেয়র আলমগীর চৌধূরী ও স্বতন্ত্র প্রাথী মো: জিয়াবুল হক এ ২ জনের ওয়ার্ড ভিত্তিক জনসভা চললেও যে পরিমান ভোটারদের উপস্থিতি দেখানোর কথা তাহা চেয়ে অনেকটা কম। দেখা যাচ্ছে অনেক প্রার্থী নিজেদের পক্ষে জনবল দেখানোর জন্য পাশ^বর্তী এলাকা থেকেও নির্বাচনী প্রচার-প্রচারণা ও জনসভায় উপস্থিত করতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মীরা থাকলেও গৃহনীদের কাছে কার জনপ্রিয়তা সেটা দেখা যাবে ১১ এপ্রিল ভোটের দিনের রায়ের ফলাফলে।

স্থানীয় সচেতন মহল দাবী করেন, এ নির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটাররা প্রার্থী বিজয়ের মূল হাতিয়ার হয়ে উঠবে। এসব নারী ভোটারদের কাছে প্রার্থীদের সালাম পৌছে দেয়াটা হবে এ বারের প্রার্থীদের মূল ভূমিকা। নিরব-সরব মিলে মাইকের বাদ্যযন্ত্রণায় পৌরসভায় ভোটের প্রচার-প্রচারণা সরব রয়েছে।

আজ কয়েক জন মহিলা ভোটাররা জনায়, মেয়র প্রার্থীরা রাস্তা দিয়ে হাত দেখিয়ে চলে যায়। কাউন্সিলর প্রাথীরা ঘরে আসে। তাদের কাছ থেকে মেয়র প্রার্থীদের বিষয়ে জানতে চাইলে কেউ তেমন কারো পক্ষে বলেনা। তারা আরো জানায়, সামনে আরো সময় আছে, আশপাশের লোকজন কোন মেয়র প্রার্থীর কথা বলতেছে সব কিছু যেনে শুনে ভোট দেবেন তারা।

অপর ২ মেয়র প্রার্থী বলতে গেলে আত্ম মর্যদায় কোন মতে তারা মাঠে নিজেদের প্রতীক ও নিজেকে পরিচয় দিচ্ছে ভিন্ন কৌশলে। তাদের তেমন কর্মী না থাকলেও উন্নয়নের বিভিন্ন দাবী বলে যাচ্ছে।

এ নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও কাউন্সিলর সাধারণ পদে ৪৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে।

মেয়র পদে নির্বাচনে অংশ নেয়া ৪ মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী (নৌকা), জাতীয় পাটি (জাপা-এ) মনোয়ার আলম (নাঙ্গল) স্বতস্ত্র প্রার্থী বর্তমান ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জিয়াবুল হক (নারিকেল গাছ), আওয়ামীলীগ নেতা এডভোকেট ফয়সাল ছিদ্দিকী (কম্পিউটার)।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১.২ ও ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রাশেদা বেগম (আনারস), জসনে আরা বুলবুল (চশমা),জুরিয়া আক্তার (বলপেন),লাকী আক্তার (টেলিফোন) শাহানা বেগম (অটোরিক্সা).স্বপ্না দাশ (জবা ফুল)। ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রাজিয়া সুলতানা(আনারস),ফারহানা ইয়াছমিন(অটোরিক্সা) ও রেজুত আরা বেগম(চশমা)। ৭.৮ ও ৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আনজুমান আরা বেগম(আনারস), আনোয়ারা বেগম(অটোরিক্সা), সাঈদা ইয়াছমিন( কলম), সজরুন্নাহার (জবাফুল), ও হাসনা খানম(চশমা)।

অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মকছুদুল হক মধু(উটপাখি), ফরিদুল আলম(পাঞ্জাবী), সো: ইউচুপ(ডালিম), মো: নুরুস শফি(টেবিল ল্যাম্প) ও রেজাউল করিম(ব্লক বোর্ড)। ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রেজাউল করিম (পাঞ্জাবী),নবাব মিয়া(ডালিম), জাহাঙ্গীর আলম(ব্ল্যাক বোর্ড),নুরুল আবছার(টেবিল ল্যাম্প)সাইফুল ইসলাম (উটপাখি)। ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো: বশিরুল আইযুব,(পাঞ্জাবী),ইফতাকারুল ইসলাম (উটপাখি), মো: আব্বাছ আহামদ (ডলিম) শওকত হোসেন (টেবিল ল্যাম্প)। ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাফর আলম( ব্রীজ) আজিজুল ইসলাম সোহেল (পাঞ্জাবী),ওযাহিদুল ইসলাম (বোতল), জমির উদ্দিন (গাজর) ফজল করিম চৌধুরী (উটপাখি), মো: হাসানগীর হোছাইন (ব্ল্যাক বোর্ড), বাদল কান্তি সুশীল (টেবিল ল্যাম্প) সন্জ কুমার সুশীল( ফাইল কেবিন)ও সাদ্দাম হোসেন মিটু(ডালিম)। ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু( টিউব লাইট) জসিম উদ্দিন টেবিল ল্যাম্প), ফুরকানুল ইসলাম (উটপাখি), নজরুল ইসলাম (পাঞ্জাবী)। ৬নং ওয়ার্ডে আবদু ছালাম(ডালিম), জয়নাল আবেদীন (টেবিল ল্যাম্প), জাহেদ হোসেন বাবুল(উটপাখি), এনামুল হক মনজু (ব্ল্যাক বোডর্), মো: ্এমরান (পাঞ্জাবী) ও জাকের আহমদ (ব্রীজ)। ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জামাল উদ্দিন(ডালিম),এহেছানুল হক (পাঞ্জাবী), গিয়াস উদ্দিন (ব্ল্যাক বোর্ড), নুরুল আমিন (উটপাখি), মিনহাজ উদ্দিীন (টিউব লাইট)ও মুহাম্মদ জালাল উদ্দিন (টেবিল ল্যাম্প)। ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মুজিবূল হক (উটপাখি), আবু ছাদেক (ডালিম), আহমদ রেজা (পাঞ্জাবী), জামাল উদ্দিন (ব্ল্যাকবোর্ড)ও শহিদুল ইসলাম ফোরকান(টেবিল ল্যাম্প)। ৯নং ওয়ার্ডে জমির উদ্দিন (উটপাখি), জিয়া উদ্দিন বাবুল (টেবিল ল্যাম্প), মোহাম্মদুল হক সোহেল (পাঞ্জাবী), বেলাল উদ্দিন (ব্ল্যাক বোর্ড) ও সালাহ উদ্দিন (ডালিম)।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও চকরিয়া পৌরসভা নির্বাচন-২১ এর সহকারী রির্টানিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানায়, আগামী ১১ এপ্রিল এ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটা সংখ্যা ৪৮ হাজার ৭২৪জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২৫ হাজার ৮৯৯ জন। মহিলা ভোটার হচ্ছে ২২ হাজার ৮২৫জন।

 

পাঠকের মতামত: