ঢাকা,রোববার, ১৯ মে ২০২৪

কক্সবাজারে মা-মেয়ে খুনের আসামি ঢাকায় গ্রেফতার

যুগান্তর :: কক্সবাজারে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আবুল কালাম (৩৬) নামে এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার ভোরে ডেমরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল কালামের বিরুদ্ধে কক্সবাজারের ঈদগাহ থানায় হত্যা মামলা হয়েছে।

রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সিআইডি চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপমহাপরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মুক্তাধরের নেতৃত্বে একটি দল সোমবার ভোরে ডেমরা থেকে তাকে গ্রেফতার করে।

হাবিবুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাচি রাশেদা বেগমকে (৪০) দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তখন রাশেদার মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৬) বাধা দিলে কালাম তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল কালাম হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানান সিআইডির এ কর্মকর্তা।

পাঠকের মতামত: