দুই দিনের সফরে চট্টগ্রামের ঐতিবাহী ক্রীড়ামূলক সংগঠন মোহামেডান ক্লাব কক্সবাজারে অবস্থান করছেন। গতকাল বিকালে কক্সবাজার ক্রিকেট একাডেমীর কোচ ও পরিচালক লতিফ উল্লাহ চৌধুরী, সভাপতি রিয়াজ উদ্দিন সাজ্জাদ ও সহকারি কোচ আতিকুর রহমানের আমন্ত্রণে সফরকারীরা এখানে আসেন। সফরকালে তারা স্বাগতিক কক্সবাজার ক্রিকেট একাডেমীর সাথে ২১ ও ২২ এপ্রিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সকাল ৯টায় দুটি টি-২০ ম্যাচ খেলবেন। চট্টগ্রাম মোহামেডানের কোচ ফিরোজ খান জানান, কক্সবাজার ক্রিকেট একাডেমীর আমন্ত্রণে আমরা কক্সবাজারে এসেছি। তাদের সাথে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচেই আমরা ভাল করবো। তবে এখানকার কন্ডিশনটা একটু মেনে নিতে আমাদের খেলোয়াড়দের কষ্ট হবে। কক্সবাজার ক্রিকেট একাডেমীর সভাপতি রিয়াজ উদ্দিন সাজ্জাদ জানান, পর্যটন নগরীর তূণমুল থেকে তুলে এনে মানসম্মত খেলোয়াড় তৈরিই আমাদের লক্ষ্য। যেসব খেলোয়াড় ভাল করবে তাদের মোহামেডানের হয়ে চট্টগ্রামে খেলার সুযোগ দেয়া হবে।
কক্সবাজার ক্রিকেট একাডেমীঃ এম.এ আজিজ রাসেল (অধিনায়ক), আরোজ ফারুক, ফয়সাল, দাইয়ান (সহ অধিনায়ক), আশিক, রায়হান, ইমরান, মোজাহিদ, সালমান, মিশাল, মঈন উদ্দিন, সাদমান ও মুজিব।
পাঠকের মতামত: