ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

বান্দরবানে নিখোঁজ মেম্বার প্রার্থীর ৩দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার

las uddarমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

নিখোঁজের ৩দিন পর বান্দরবানের একটি আবাসিক হোটেল থেকে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মেম্বার প্রার্থী মংনু মারমার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার দুপুরে শহরের প্রু আবাসিক হোটেলের ১০৫ নাম্বার রুমে লাশের পচা দুর্গন্ধ পেয়ে কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করে।

জানা গেছে, রবিববার বিকেলে মংনু মারমা তার নির্বাচনী পোস্টার নেয়ার জন্য বান্দরবান শহরে আসে। পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ ও প্রু আবাসিক হোটেল কর্তৃপক্ষ জানায়, গত রবিবার মংনু মারমা হোটেলে একটি রুম ভাড়া নেয়। আজ মঙ্গলবার দুপুরে রুম থেকে পচা গন্ধ বের হলে পুলিশে খবর দেয়া হয়।

পুলিশ রুমের দরজা ভেঙ্গে মংনু মারমার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বান্দরবানের সহকারী পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী জানায়, মংনু মারমার কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মংনু মার্মা রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন আওয়ামী লীগের স্থানীয় কমিটির সদস্য।

পাঠকের মতামত: