ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

লামায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

্র্র্র্র্রলামা প্রতিনিধি ::::
বান্দরবানের লামায় বালতির পানিতে পড়ে সৃষ্টি দাশ নামের এক বছর বয়সী কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার সকালে লামা পৌরসভা এলাকার চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটে। সৃষ্টি দাশ চেয়ারম্যান পাড়ার বাসিন্দা বাবলা দাশের মেয়ে।

সূত্র জানায়, বাবলা দাশ ও তার স্ত্রী ঘরের ভিতর পারিবারিক কাজ করছিলেন। এ ফাঁকে সৃষ্টি দাশ খেলারচ্ছলে ঘরে থাকা বালতির পানিতে পড়ে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শফিউর রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটি মারা যায়।

পাঠকের মতামত: