মৃত্যু বেড়ে ৫০১, মোট শনাক্ত ৩৫৫৮৫
নিজস্ব প্রতিবেদক ::
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের দিনও বড় দুঃসংবাদই শুনল বাংলাদেশ। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের ৯ জনসহ আরো ২১ জন প্রাণ হারালেন। এ নিয়ে ভাইরাসটিতে এখন পর্যন্ত মোট ৫০১ জনের মৃত্যু ঘটল। নতুন মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং বাকি ৫ জন নারী।
পবিত্র ঈদুল ফিতরের দিন সোমবার (২৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। গত ২৪ ঘণ্টায় করোনার কাছে হার মানা ২১ জনের মধ্যে সর্বোচ্চ ১১ জন হচ্ছে ঢাকা বিভাগের। এরপর ৯ জনের মৃত্যু দ্বিতীয়স্থানে চট্টগ্রাম বিভাগ। এছাড়া রংপুর বিভাগে রয়েছেন ১ জন। এ সময়ে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯৭৫ জন। সুস্থ হয়েছেন ৪৩৩ জন।
ডা. নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে ১৫ জন পুরুষ এবং পাঁচজন নারী।
অনলাইন বুলেটিনে বলা হয়, ৪৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯,৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের দিন ১,৯৭৫ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
এর আগে রবিবার (২৪ মে) করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ১,৫৩২ জন। এর আগের দিন শনিবার ১,৮৭৩ জন আর শুক্রবার ১,৬৯৪ জন শনাক্ত হয়েছিলেন।
দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনাক্ত ৩৫,৫৮৫ জন রোগী রয়েছে।
অন্যদিকে, চট্টগ্রামে রোববার (২৪ মে) রাত পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭১০ জন। যাদের মধ্যে ১৬০ জন সুস্থ হলেও মারা গেছেন ৫৪ জন।
পাঠকের মতামত: