ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

লামায় বন্য হাতির আক্রমণে নিহত ১

elephant-600x400_1f6a248ef-4144-4392-aa7b-636d8c51912c-300x223আবুল কালাম আজাদ, লামা ::

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীতে বুবার দিবাগত গভীর রাতে বন্য হাতির আক্রমণে মোঃ ওসমান ড্রাইভার (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বামহাতি ছড়ার বাসিন্দা মোঃ শফির ছেলে।

স্থানীয়রা জানায়, মোঃ ওসমান পেশায় একজন ড্রাইভার। গতরাতে চট্টগ্রামে ভাড়া নিয়ে গেলে রাতে ফিরতে অনেক দেরী হয়। গভীর রাত সাড়ে ৩টায় পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার মালুমঘাট বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিল। অনুমানিক রাত ৪টার সময় হাইদারনাসী ১নং রিপুজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাস্তার উপর বন্য হাতির পালের কবলে পড়ে। এতে তার করুন মৃত্যু হয়। হাতির আক্রমণে তার দেহের মধ্য বিভিন্ন ক্ষত-বিক্ষত চিহ্ন রয়েছে।

হাতির আক্রমণে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার।

পাঠকের মতামত: