ঢাকা,রোববার, ২৪ নভেম্বর ২০২৪

কর্মহীন পরিবারে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::

করোনাভাইরাস নিয়ে চলমান সংকটে সরকারের দেয়া খাদ্য সাহায্য পৌঁছে দিতে নিম্ন আয়ের মানুষদের বাড়িবাড়ি ছুটছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর। আজ বুধবার (১ এপ্রিল) সকাল থেকে সরকারি খাদ্য সাহায্য বিতরণ শুরু করে উপজেলা প্রশাসন।

এ প্রসঙ্গে উপজেলা প্রশাসক জিয়াউল হক মীর চকরিয়া নিউজকে জানান, সরকার করোনাভাইরাস প্রতিরোধে খাদ্য সহায়তা হিসেবে উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পযার্য়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে।

বড়ঘোপ সদর, কৈয়ারবিল, দক্ষিণ ধূরুং ও উত্তর ধূরুংসহ উপজেলার বিভিন্ন কর্মহীন মানুষের হাতে তুলে দেন। প্রতি প্যাকেটে ২০ কেজি করে চাউল রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। এসময় উপজেলার বিভিন্ন জায়গায় কীটনাশক স্প্রে অব্যাহত রয়েছে।

এদিকে সকালে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরী নৌবাহিনী ও পুলিশ সদস্যদেরকে নিয়ে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের স্থিতিশীল রাখতে বড়ঘোপ বাজারে গিয়ে ব্যবসায়ীদের পরামর্শ দিচ্ছেন এবং সাথে সাথে ক্রেতারা কত দিয়ে ক্রয় করেছেন তারও তদারকি করা হচ্ছে।

এসময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে দ্রব্য মূল্যের তালিকা না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

পাঠকের মতামত: