ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

পুলিশ সদস্যকে থাপ্পড়, যুব মহিলা লীগের আহ্বায়ক আটক

নিউজ ডেস্ক :: পুলিশ কনস্টেবলকে থাপ্পড় দেওয়ার অপরাধে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুহুন নেছা রুনাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) দুপুরে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, দুপুরে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহবায়ক ও গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ৩১, ৩২, ও ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুন নেছা রুনা গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা দিয়ে গাড়ি নিয়ে উল্টো পথে যাচ্ছিলেন। এ সময় সড়কটিতে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কনস্টেবল উল্টো পথে যেতে তাকে বাধা দেন। এ সময় তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে রুহুন নেছা রুনা গাড়ি থেকে নেমে ওই পুলিশ কনস্টেবলকে থাপ্পড় দেন। ঘটনাস্থলের পাশে থাকা অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে কাউন্সিলর রুনাকে আটক করেন। পরে বাসন থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউছার চৌধুরী গণমাধ্যমকে জানান, এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত: