ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

লামায় পরকীয়ার অভিযোগে গৃহবধূকে কুপিয়ে হত্যা

লামা-আলীকদম প্রতিনিধি ::  বান্দরবানের লামায়ে পরকীয়ার অভিযোগে শাহীনা আক্তার (২৬) নাম এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় স্ত্রীর প্রেমিক যুবককেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে স্বামী। এ ঘটনায় পুলিশ স্বামীকে গ্রেফতার করেছে।

আজ সোমবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়াপাড়ায় ভোরে স্ত্রীর সঙ্গে পরপুরুষের অবস্থান দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী শাহীনা আক্তারকে কুপিয়ে হত্যা করে।

একই সময়ে স্ত্রীর প্রেমিক মো. মিজানকে (২৪) কুপিয়ে আহত করে স্বামী। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করেছে।

আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

লামা থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় লামা থানায় একটি মামলা করা হয়েছে।

পাঠকের মতামত: