ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

লামায় ৭ ইউনিয়নে চেয়ারম্যন পদে ২৬, মেম্বার পদে ২৯০ মনোনয়ন পত্র দাখিল

1458046608_57035_1-1আবুল কালাম আজাদ, লামা থেকে

বান্দরবানের লামা উপজেলার ৭ টি ইউনিয়নে ২৩ এপ্রিল নির্বাচন হতে যাচ্ছে। এসব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার পদে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ ছিল গত ২৭ মার্চ রবিবার। এই উপজেলার ৭ ইউনিয়নে প্রতিদ¦ন্ধীতা করতে চেয়ারম্যান পদে ২৬ জন, সাধারণ মেম্বার পদে ২২৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৬৫ জন প্রার্থী উৎসব মূখর পরিবেশে নিজ নিজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। লামা উপজেলায় ২৩ এপ্রিল অনুষ্ঠব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ সুন্দর ভাবে পরিচালনা করার লক্ষ্যে ৭ টি ইউনিয়নে ৩ জনকে রির্টানিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা লামা সদর, গজালিয়া ও সরই ইউনিয়নের রিটানিং অফিসার হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহী নেওয়াজ ,রূপসী পাড়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নের রির্টানিং উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার কামাল ফাইতং ও আজিজনগর ইউনিয়ানের রির্টানিং অফিসার উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা শাফিকুর রহমান এই তিন টি রির্টানিং অফিসারের বরাবরে প্রার্থীরা মানেনায় পত্র দাখিল করবে বলে উপজেলা করবে উপজেলা নির্বাচন কর্মকর্তা নববিন্দু চাকমা নিশ্চিত করেছেন। নির্বাচন অফিস সূত্র জানায় ৭ টি ইউনিয়নে লামা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান মিন্টু কুমার সেন, উপজেলা বি,এন, পি সহসভাপতি রবিউল হোসেন ভূইয়া, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি (জাপা) থেকে আবদুর রহমান, (লাঙ্গল) গজালিয়া ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বর্তমান চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, শৈচিমং মার্মা (জে,এস,এস) উপজেলা বি,এন,পির যুগ্ম সাধারণ সম্পাদক মংক্যচিং চৌধুরী সরই ইউনিয়ন মোহাম্মদ আলী (সতন্ত্র), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, ইউনিয়ন বি,এন,পির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ফরিদুল আলম। ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে উপজেলা বি,এন,পির সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান খাইরুল বশর, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামসুদ্দিন (জাপা লাঙ্গল) রূপসী পাড়া ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মাস্টার সাচিংপ্রু মার্মা, ইউনিয়ন বি,এন,পির সহসভাপতি রফিকুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান চাহ্লাখাইন মার্মা হেডম্যান (সতন্ত্র), ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ শহীদ (আওয়ামীলীগ বিদ্রোহী) ফাইতং ইউনিয়ন থেকে ইউনিয়ন বি,এন,পির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শামসুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা জালাল উদ্দিন কোঃ, ইসলামাী আন্দোলন বাংলাদেশ, মৌলানা মুফতি শওকতুল ইসলাম (হাত পাখা) আবু তাহের (সতন্ত্র) ও আজিজ নগর ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান হাজী নাজেমুল ইসলাম চৌধুরী (বি,এন,পি) ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক. জসিম উদ্দিন কোম্পানী, নুরুচ্ছফা (সতন্ত্র) ও শামসুল কিবরিয়া সুজন (বি,এন,পি বিদ্রোহী) এছাড়া সাধারণ ও সংরক্ষিত মহিলা পদে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন ২৯০ জন প্রার্থী।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জনা গেছে লামা মোট ভোটার সংখ্যা ৫৪,৪৭১ জন। এর মধ্যে পুরুষ ২৬,০৭৬ জন, মহিলা ২৫,০৪৩ জন। লামা সদরে পুরুষ ভোটার ২ হাজার ৫শ ২১ মহিলা ২ হাজার ৫শ ২৭, রূপসী পাড়া পুরুষ ভোটার ৩ হাজার ৩ শত ৮৯ মহিলা, ৩ হাজার ৫ শত ৩৬ মহিলা, গজারিয়া পুরুষ ভোটার ৩ হাজার ১ শত ৮২ মহিলা ৩ হাজার ১ শত ৬২, ফাঁসিয়াখালী পুরুষ ভোটার ৭ হাজার ১ শত ৩১, মহিলা ৬ হাজার ৭ শত ২, সরই পুরুষ ভোটার ২ হাজার ৮ শত ২৪, মহিলা ৩ হাজার ১ শত ৪৪, আজিজ নগর পুরুষ ভোটার ৩ হাজার ৩ শত ৯৯, মহিলা ৩ হাজার ৭১ ও ফাইতং পুরুষ ভোটার ৩ হাজার ৭ শত ৯৭, মহিলা ৩ হাজার ৫৭ সর্বমোট ৭ ইউনিয়নে পুরুষ ভোটার সংখ্যা ২৬ হাজার ১ শত ৩২ এবং মহিলা ভোটার সংখ্যা ২৮ হাজার ৩ শত ৩৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৬৬, রির্টানিং অফিসার ৩ জন।

পাঠকের মতামত: