ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্টিত

ঢাকা: আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার (০৫-০৪-২০১৯) জুম্মার নামাজের পর ঢাকা সেনানিবাসস্থ সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল (কিউএমজি) লেঃ জেনারেল মোঃ সামসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনী দল অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী দল চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনী দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। আযানে বাংলাদেশ নৌবাহিনীর পিও(সিডি) এম মনিরুজ্জামান ও ক্বিরাতে বাংলাদেশ নৌবাহিনীর পিওআরএস (জি) এম হাবিবুর রহমান প্রথম স্থান অধিকার করেন।

এ সময় সকল দলের প্রতিযোগী ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনীর উর্ধ¦তন কর্মকর্তাসহ সকল পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: