টেকনাফ প্রতিনিধি :: টেকনাফে উপজেলা প্রশাসন শরণার্থী ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের দোকান সীলগালা করে দিয়েছে।জানা যায়,২৯ জানুয়ারী দুপুরে ভারপ্রাপ্ত টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প, মোচনী এবং লেদা এলাকায় অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের দোকান সীলগারা করে দেন।
উল্লেখ্য, কতিপয় রোহিঙ্গা মাদক পাচারকারী মাদকের চালানের বিনিময়ে এসব স্বর্ণের দোকানে স্বর্ণের বার এনে লেন-দেন করছে এমন অভিযোগের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই অভিযান চালানো হয়।
বিকাশ ও হুন্ডির লেন-দেনের উপর সরকারের কড়া নজরদারী থাকায় রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক মাদক ও মানব পাচারকারী সিন্ডিকেট স্বর্ণের চালান আদান-প্রদানের মাধ্যম হিসেবে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক স্বর্ণের দোকান সমুহকে ব্যবহার করছে বলে অভিযোগ দীর্ঘদিনের।
পাঠকের মতামত: