ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

বিকালে ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক ও সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক ::

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি। বৈঠকের পর সংবাদ সম্মেলন করবে ঐক্যফ্রন্ট।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের পর বিকাল ৫টায় সংবাদ সম্মেলন করবে ঐক্যফ্রন্ট। সেখানে বৈঠকের সিদ্ধান্ত জানাতে কথা বলবেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। বৈঠকে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা।

জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে বৈঠক ও সংবাদ সম্মেলনের তথ্য নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: