বান্দরবানের আলীকদমে বাবুপাড়া বৌদ্ধ বিহারের উদ্ভোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। বুধবার সকাল ১১ ঘটিকায় তিনি প্রথমে বিহারের ফলক উম্মোচন করেন। লাল ফিতা কেটে নবনির্মিত বহুতল এই বৌদ্ধ বিহারের প্রবেশ করেন।
সাড়ে এগারটায় তিনি বাবু পাড়া নব নির্মিত বৌদ্ধ বিহার এর মাঙ্গলিক উৎসর্গ ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন। এর আগে সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলার তারাবুনিয়া জামে মসজিদ ভবনের ফলক উম্মোচন করেন এবং স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
বাবু পাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ উঃ পেঞা চেইক্কা ভিক্ষু এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল মাসুদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াইচাহ্লা মার্মা, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ। এছাড়াও আলীকদম উপজেলার বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানের যাজক ও উপজেলার সর্বস্তরের জনসাধারণ সভায় উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: