ঢাকা,রোববার, ২৪ নভেম্বর ২০২৪

মাতারবাড়ী পুলিশের হাতে ইয়াবাসহ প্যান্টাশনের এক কর্মকর্তা আটক নিয়ে লুকোচুরি

ছালাম কাকলী: মহেশখালী উপজেলার মাতারবাড়ী পুরান বাজারস্থ ফজল কাদিরের ভাড়া দেয়া বাস ভবন থেকে বিপুল পরিমান ইয়াবাসহ শাহেরিয়া নামের প্যান্টাশনের এক কর্মকর্তাকে পুলিশ আটক করলেও রহস্য জনক কারণে তাকে ছেড়ে দিয়েছে। জব্ধ তালিকায় দেখানো হয়েছে মাত্র ২০১ পিস ইয়াবা। এই নিয়ে পুরো মাতারবাড়ীতে চলছে পুলিশের বিরুদ্ধে সমালোচনার ঝড়।

মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের আই.সি. এস.এম. আমিনুর রহমান জানান, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির মোবাইল ফোনে সংবাদ পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে পুরানবাজারস্থ ফজল কাদিরের মালিকানাধীন ভাড়া দেয়া তার বাস ভবনে গতকাল রোববার রাতে অভিযান পরিচালনা করার সময় প্যান্টাশনের কর্মকর্তা শাহেরিয়ার রুম থেকে ২০১ পিস ইয়াবা জব্ধ করা করেন। এ সময় কর্মকর্তা রুমের বাইরে তার অপর সঙ্গীদের নিয়ে গল্প করার কারণে অধিকতর তদন্তের জন্যে তাকে গ্রোপ্তার করিনি। কিন্তু পূর্ণ ঘটনা উৎঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে অভিযান পরিচালনা করার সময় উপস্থিত লোকজন জানান, জব্ধকৃত ইয়াবার সংখ্যা ১৮ শত। কিন্তু রহস্য জনক কারণে উক্ত কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এ নিয়ে পুরো মাতারবাড়ীতে চলছে পুলিশের বিরুদ্ধে সমালোচনার ঝড়। এদিকে অভিযুক্ত প্যান্টাশনের কর্মকর্তা শাহারিয়া থেকে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে ফোনটি বন্ধ করে দেন।

পাঠকের মতামত: