ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

লামায় নারী মদ পাচারকারীকে আটক করেছে পুলিশ

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::   চোলাই মদ পাচারকালে মদসহ ১ নারী ব্যবসায়ীকে আটক করেছে বান্দরবানের লামা থানার পুলিশ। বৃহস্পতিবার (২৪ মে) বেলা ৩টায় লামা বাস স্টেশনের জীপ কাউন্টারস্থ জীপ গাড়ি হতে ১১ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়। আটক মায়াবা বেগম (৪০) কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড সমিতি পাড়ার নুর হোসেনের স্ত্রী।

জানা গেছে, মদ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাশ সঙ্গীয় এসআই কামাল উদ্দিন সহ পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করেন। লামা বাস স্টেশনের জীপ কাউন্টারস্থ জীপ গাড়ি ঢাকা ল- ৩৫৭৪ হতে সন্দেহভাজন নারী মায়াবা বেগমকে আটক করে। আটকের পর নারী পুলিশ সদস্যরা তার দেহ ও ব্যাগ তল্লাশী চালিয়ে ৭টি প্লাস্টিকের বোতল ভর্তি ১১ লিটার চোলাই মদ উদ্ধার করে।

থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাশ বলেন, অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা এর নির্দেশে ১১ লিটার মদ সহ পাচারকারী মায়াবা বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মাদক পাচারের সাথে জড়িত।

মদসহ আটকের সত্যতা নিশ্চিত করে লামা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।

পাঠকের মতামত: