ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

লামায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::

বান্দরবানের লামায় মাতামুহুরী ডিগ্রী কলেজে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। সারা দেশের সাথে একযাগে সোমবার সকাল ১০টায় এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথমপত্র পরীক্ষা।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধিনে মাতামুহুরী ডিগ্রী কলেজে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে মোট ৭০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাশাপাশি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড ঢাকার অধিনে ব্যবসায়ীক ব্যবস্থাপনা (বিএম) বিভাগে ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ বছর মাতামুহুরী ডিগ্রী কলেজ কেন্দ্রে উক্ত কলেজ ছাড়াও রুমা সাঙ্গু কলেজ, কোয়ান্টাম কসমো কলেজ ও হেফাজতুর রহমান কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।

এইচ.এস.সি পরীক্ষা ২০১৮ এর মাতামুহুরী ডিগ্রী কলেজের তত্ত্বাবধায় কর্মকর্তার দায়িত্বে রয়েছে লামা উপজেলা নির্বাহী অফিসার নুর-এ জান্নাত রুমি। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে অত্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম। সুষ্ঠু কেন্দ্র ব্যবস্থাপনায় সার্বক্ষণিক উপস্থিত থেকে পরীক্ষার হল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েদ ইকবাল। সঙ্গীয় সদস্যদের নিয়ে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন, লামা থানা পুলিশের উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন। ১৬টি কক্ষে মোট ৮২০ জন পরীক্ষার্থী শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে। প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।

বছর জুড়ে প্রস্তুতি ভালো হওয়ায় প্রত্যাশা অনুযায়ী ভালো পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। প্রশ্ন ফাঁসের কোন খবর বা গুজব না থাকায় স্বস্তিতে রয়েছেন বলে জানান পরীক্ষার্থী ও অভিভাবকরা।

পাঠকের মতামত: