ঢাকা,সোমবার, ২০ মে ২০২৪

ঈদগাঁও ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে

ৃৃৃৃৃনাছির উদ্দীন, সদর প্রতিনিধি :::

সদর উপজেলার ঈদগাঁও ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হাসপাতালে ভুল চিকিৎসায় ২ মহিলা রোগী মৃত্যুর ঘটনায় অবশেষে তদন্ত চলছে। সিভিল সার্জনের নির্দেশে দায়িত্বপ্রাপ্ত তদন্ত টীম সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে যায় মঙ্গলবার ৯ ফেব্রুয়ারী সকালে। তদন্ত টীমের প্রধান ছিলেন রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আক্তারুল ইসলাম। সাথে ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আরিফুর রহমান ও জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা উছন প্রু। সকালে আলোচিত এ দু’রোগী মৃত্যুর ঘটনার তদন্ত দল হাসপাতালে পৌছার সংবাদে ঈদগাঁও বাজার ও আশপাশের এলাকার লোকজনের মাঝে ব্যাপক কৌতুহল জাগে। সচেতন জনসাধারণ চিকিৎসা সেবার নামে অপচিকিৎসার শিকার হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণের ঘটনার সঠিক তদন্ত পূর্বক জড়িত চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান। এদিকে উক্ত ২ রোগী মৃত্যুর ঘটনা স্থানীয় বিভিন্ন পত্রিকায় ঐ সময় ফলাও করে প্রচার হলে হাসপাতাল কর্তৃপক্ষ রাতারাতি নাম পরিবর্তন করে ঈদগাঁও মডেল হাসপাতালে নতুন ডিজিটাল সাইনবোর্ড ঝুলায়। সে থেকে এক হাসপাতাল দুই নামে চিকিৎসা সেবার নামে হুলি খেলা চলছে। মৃত্যুর ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হলেও সংশ্লিষ্ট বিভাগ ঐ ঘটনা তদন্তে তড়িত ব্যবস্থা না নেয়ায় জনসাধারণের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। দেরিতে হলেও তদন্ত টীম আসায় লোকজনদের স্বস্তি প্রকাশ করতে শোনা যায়। এদিকে তদন্ত টীম পৌছার সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে দৌড়াঝাপ করতে দেখা যায়। সূত্রে প্রকাশ, তদন্ত রিপোর্ট ভিন্ন খাতে প্রবাহে একটি চক্র ইতিমধ্যে একাধিক মাধ্যমে মোটা অংকের টাকায় তদবির চালিয়ে যাচ্ছে বলে সূত্রে জানা যায়। তদন্ত টীমের প্রধান আক্তারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন তদবিরই কাজে আসবে না জানিয়ে বলেন, যথাযথ প্রতিবেদন দাখিল করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে। উল্লেখ্য, বিগত একমাস পূর্বে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার জহির নামের এক ব্যক্তির অন্তঃসত্তা স্ত্রী মর্জিনাকে ঈদগাঁও ডায়াবেটিস কেয়ার সেন্টার এন্ড হাসপাতালে ভর্তি করলে স্বাভাবিক বাচ্চা প্রসব হবে না মর্মে জানিয়ে ঐ মহিলাকে তড়িঘড়ি করে অস্ত্রোপচারের জন্য সকালে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। অস্ত্রোপচার পূর্ববর্তী রোগীকে যে সমস্ত শারীরিক দিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয় তার পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে সার্জন দাবিদার ডাক্তার ইউছুপ আলী ও প্রান্তিকা চক্রবর্তী কোন প্রকার এনেসথেসিওলজিষ্ট ও প্রয়োজনীয় এসিট্যান্ট ছাড়াই অস্ত্রোপচার করার এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে থেকে রোগীর অভিভাবকদের তা না জানিয়ে দীর্ঘ দুপুর পর্যন্ত নানা বাহানায় সময় ক্ষেপন করে পরে নিজেদের উদ্যোগে জোর পূর্বক চান্দের গাড়ীতে করে লাশ বাড়িতে পাঠিয়ে দেয় বলে অভিযোগ তুলে মৃতের স্বজনরা। এ সংক্রান্ত সংবাদ পরদিন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে হাসপাতাল কর্তৃপক্ষের ২ জন লোক মৃতের বাড়ীতে গিয়ে অপারেশনের পূর্বে স্বজনদের কাছ থেকে নেয়া অঙ্গীকার নামার দোহাই দিয়ে উল্টো এসব নিয়ে বাড়াবাড়ি করলে ঐ অঙ্গীকার নামার অনুবলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুমকি দেয় বলে সূত্রে জানা যায়। এর এক মাস পূর্বে ইসলামপুর জুম নগরের এক মহিলা এজমা রোগী ভূল চিকিৎসার শিকার হয়ে মৃত্যু বরণ করে। এ ঘটনায় মহিলার এক ছেলে ঈদগাঁও পুলিশের নিকট অভিযোগও দায়ের করে ছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মোটা অংকের টাকায় মৃতের অপর এক ছেলেকে ম্যানেজ করে ঘটনাটি ধামাচাপা দেয়।

—————————-

ঈদগাঁওতে জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি- সাধারণ সম্পাদকের গণসংবর্ধনা বাস্তবায়ন কমিটি গঠিত

নাছির উদ্দীন, সদর প্রতিনিধি :::

কক্সবাজার সদরের ঈদগাঁওতে জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের গণ সংবর্ধনা বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে সাবেক সাংসদ ও জেলা পরিষদ প্রশাসক খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে চৌফলদন্ডীস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে বর্ষীয়ান রাজনীতিবিদ মাষ্টার মোজাম্মেল হক ফরাজীকে আহবায়ক, মমতাজ আহমদ সওদাগর, মাষ্টার নুরুল আজিম ও মনজুরুল হক চৌধুরীকে যুগ্ম আহবায়ক এবং লেপটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফোরকান আহমদকে সদস্য সচিব ও ডাঃ সাইফুদ্দীন ফরাজীকে যুগ্ম সচিব করে ৫০১ সদস্য বিশিষ্ট বৃহত্তর ঈদগাঁও গণ সংবর্ধনা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। আগামী ১৭ ফেব্রুয়ারী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের এ গণ সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ প্রশাসক খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সাবেক ভারপ্রাপ্ত জেলা সভাপতি এডভোকেট আহমদ হোসেন, সাবেক সাধারণ স¤পাদক নজরুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমদ সিআইপি, সংবর্ধিত অতিথি জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, টেকনাফ-উখিয়া আসনের সাংসদ আবদুর রহমান বদি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, সদর আওয়ামীলীগের সভাপতি আবু তালেব ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক মাদু। সংবর্ধনায় সভাপতিত্ব করবেন জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মাস্টার মোজাম্মেল হক ফরাজী, মমতাজ আহমদ সওদাগর, এসটিএম রাজা মিয়া, চেয়ারম্যান নুরুল হক, মনজুর আলম চেয়ারম্যান, মনজরুল হক চৌধুরী, আবদুল কুদ্দুছ মাখন, মাষ্টার নুরুল আজিম, নুর ছিদ্দিক, মোজাহের আহমদ, হাবিব উল্লাহ, শামিম শহীদ, শাহজাহান চৌধুরী, জসিম উদ্দীন, সাবেক চেয়ারম্যান কবির আহমদ, মাষ্টার এস.এম. তারেক, শাকের উল্লাহ পান্না, জাহাঙ্গীর আলম, শাহজাহান মনির, ছব্বির আহমদ এম.এ, এডভোকেট আবুল কালাম, নুরুল মোস্তফা, হুমায়ুন কবির চৌধুরী হিমু, রাজিবুল হক চৌধুরী রিকু, ছরওয়ার কামাল, মাহমুদুল হক, শামসুল আলমসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: