নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেক পুলিশ সদস্যকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। হয়ে উঠতে হবে জনবান্ধব। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এরআগে, সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বিভিন্ন পুলিশ ইউনিটের সমন্বয়ে গঠিত কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
পরে বীরত্বপূর্ণ অবদানের জন্য ১৮২জন পুলিশ সদস্যকে বিশেষ পদক বিপিএম ও পিপিএম ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং জঙ্গি দমনে পুলিশ বাহিনীর কৃতিত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। প্রতিটি অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি পুলিশ সদস্যদের আহ্বান।
পাঠকের মতামত: