ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চুক্তি বাস্তবায়ন না হলে অসহযোগ আন্দোলন- সন্তু লারমা

রাঙ্গামাটি প্রতিনিধি :

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, গত দুই দশকেও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন হয় নি। যদি এই চুক্তি বাস্তবায়ন না হয় তাহলে হরতাল, অবরোধ, কর্মঘন্টা স্থগিত এবং অসহযোগ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। তিনি সরকারকে এই চুক্তি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানান। আজ সকালে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। উপস্থিত ছিলেন বিশিষ্ঠ কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ।

পাঠকের মতামত: