ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

লামায় ২৮ ডিসেম্বর উপ-নির্বাচন

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

 

লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শূন্য আসনে আগামী ২৮ ডিসেম্বর সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

লামা উপজেলা নির্বাচন অফিসারের স্মারক নং ১৭.০৩.০৩৫১.০০০.৪১.০১০.১৭-১১৬ তারিখ ১৩ নভেম্বর ২০১৭ইং মূলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এবং বিধি ১০ অনুযায়ী এই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

উপজেলা নির্বাচন অফিসার নববিন্দু নারায়ণ চাকমা জানিয়েছেন, প্রজ্ঞাপন অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ নভেম্বর, ২৯ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। ১৪ নভেম্বর থেকে ছুটির দিনসহ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের নিকট মনোনয়ন পত্র বিক্রি করা হবে।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট এ আসনের নির্বাচিত সদস্য আবদুল শহীদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে।

পাঠকের মতামত: