ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

বুধবার দেশে ফিরবেন খালেদা জিয়া

khaleডেস্ক নিউজ :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী বুধবার (১৮ অক্টোবর) দেশে ফিরবেন। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শাইরুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন খালেদা জিয়া। এর আগের রাতে লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি।

উল্লেখ্য, গত ১৫ জুলাই (শনিবার) চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফরটি তার চিকিৎসার জন্য হলেও রাজনৈতিক মহলে বেশ আগ্রহের জন্ম দেয়।

পাঠকের মতামত: