ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

নির্মাণ কাজে রডের বদলে বাঁশ ।। তদন্ত কমিটির তিন সদস্য বান্দরবান আসছেন আজ

Bandarbanবান্দরবান প্রতিনিধি ::

বান্দরবান সরকারি মহিলা কলেজে ভবনের ড্রপওয়াল নির্মাণ কাজে রডের সাথে বাঁশের ফলি ব্যবহারের অভিযোগে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সকালে তদন্ত কমিটির সদস্যরা বান্দরবান আসছেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ সাংবাদিকদের জানিয়েছেন,বোর্ডের সদস্য (যুগ্নসচিবপরিকল্পনা) নুরুল আলম চৌধীরর নেতৃত্বে ৩ সদস্য নিয়ে ওই ঘটনার সরেজমিন তদন্ত হবে। নির্মাণ কাজে রডের সাথে বাঁশ ব্যবহার কেন কার নির্দেশে করা হয়েছে সেই সব বিষয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।তদন্তের সময় কলেজ অধ্য প্রফেসর প্রদীপ কুমার বড়ুয়াকেও উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানানো হয়েছে।

গত বুধববার বান্দরবান সরকারি মহিলা কলেজ ভবনের ড্রপওয়াল নির্মাণ কাজে রডের সাথে বাঁশের ফলি ব্যবহার বিষয়ক সচিত্র সংবাদ চকরিয়া নিউজ ডটকম সহ বিভিন্ন পত্রপত্রিকায় ফলাওভাবে প্রকাশিত হওয়ার পর কর্তৃপক্ষের টনক নড়ে। নির্মাণ কাজ তাৎ নিভাবে বন্ধ রাখা হয় এবং ঠিকাদারকে নোটিশ প্রদান করা হয়েছে। কাজও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ ঘটনায় পুরো বান্দরবান জেলায় বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।

 

পাঠকের মতামত: