ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

পেকুয়া উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ পরিষদের সভা সম্পন্ন

পেকুয়া প্রতিনিধি ::pekua,,

পেকুয়া উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের মাসিক সভা গতকাল ১৬ জুলাই বিকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্টিত হয়। সংগঠনের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্টিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও শিলখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহেদ উল্লাহ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আবদু সাত্তার, উপদেস্টা আবু বক্কর ছিদ্দিক, অর্থ সম্পাদক আনোয়ারুল করিম, সাংগঠনিক সম্পাদক মো: জেয়াবুল করিম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজেম উদ্দিন প্রমুখ। সভায় সংগঠনের বিভিন্ন বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া সরকার কর্তৃক বেসরকারী শিক্ষক-কর্মচারীদের মূল বেতন থেকে চাঁদা দাবী করে ১০% কর্তনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয় এবং ৫% ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা প্রদানের জন্য জোর দাবী জানানো হয়।

পাঠকের মতামত: