ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

যারা উন্নয়ন করেছেন, তারাই নির্বাচনে মনোনয়ন পাবেন: ওবায়দুল

obaydulঅনলাইন ডেস্ক :::

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিভিন্ন জরিপে অগ্রহণযোগ্যরা মনোনয়ন পাবেন না। যেসব প্রার্থীর জয় পাওয়ার মতো অবস্থান নেই, তাদের মনোনয়ন দেয়া হবে না।

সেক্ষেত্রে বিকল্প হিসেবে উইনেবল ক্যান্ডিডেটরাই আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা উন্নয়ন করেছেন, যাদের জনপ্রিয়তা আছে, তারাই নির্বাচনে মনোনয়ন পাবেন। তবে কোন ধরনের সংস্থার জরিপ আমলে নেওয়া হবে, তা তিনি পরিষ্কার করেননি।

সেতুমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে ইফতার সামনে নিয়ে খালেদা জিয়া প্রতিনিয়ত মিথ্যাচার ও বিদ্বেষমূলক বক্তব্য রাখছেন। এটা কি রমজানের ফজিলতের মধ্যে পড়ে?

ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে যাতায়াত প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ যেন সড়কে দুর্ভোগে না পড়েন সেজন্য যুবলীগ নেতা-কর্মীরা সহযোগিতা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ আহ্বান জানাই। এবার ঈদে আপনারা সড়কে থাকবেন। ঘরমুখো মানুষ যাতে ঈদে স্বস্তিতে বাড়ি ফিরতে পারে সেজন্য সহযোগিতার লক্ষ্যে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে যুবলীগের নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ’

এ ছাড়াও পাবর্ত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবানে পাহাড়ধসে দুর্গত মানুষের পাশে যুবলীগের নেতা-কর্মীদের  দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, আতাউর রহমান আতা, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সম্পাদকমন্ডলীর সদস্য  কাজী আনিসুর রহমান, সুভাষ হাওলাদার, মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

 

পাঠকের মতামত: