ঢাকা,বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

যুদ্ধজাহাজ থেকে নিখোঁজ ৭ মার্কিন নৌসেনার মরদেহ উদ্ধার

1421d7408ef1b38f9ead3d5b1441cae9-5946108f78fd2 নিউজ   ডেস্ক ।।

জাপান সাগরে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে ফিলিপাইনের পণ্যবাহী জাহাজের সংঘর্ষের পর থেকে নিখোঁজ সাত মার্কিন নৌসেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোররাত আড়াইটায় ইয়োসুকার ৫৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রোয়ার ইউএসএস ফিৎজগেরাল্ডের সঙ্গে ফিলিপাইনের পণ্যবাহী জাহাজ এসিএক্স ক্রিস্টালের এই সংঘর্ঘ হয়। এতে ফিৎজগেরাল্ডের ভেতর পানি প্রবেশ করে। এ ঘটনার পর নিখোঁজ হন সাত নৌসেনা।

সপ্তম নৌবহরের পক্ষে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘নিহতদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হচ্ছে এবং এই কঠিন সময়ে তাদের যেসব সহযোগিতার প্রয়োজন তা দেওয়া হবে।’

রবিবার নিখোঁজ নৌসেনাদের মরদেহ যুদ্ধজাহাজের ক্ষতিগ্রস্ত অংশ থেকে উদ্ধার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তাদের শনাক্ত করার জন্য জাপানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

ফিলিপাইনের পণ্যবাহী জাহাজ

তবে কী কারণে এবং কোন পরিস্থিতিতে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর মার্কিন নৌবাহিনী আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

শনিবার মার্কিন সপ্তম নৌবহর এক টুইটার বার্তায় জানিয়েছিল, ‘সংঘর্ষের পর মার্কিন জাহাজের কমান্ডিং অফিসার ও নৌবাহিনীর অপর দুই সদস্যকে হেলিকপ্টারে করে হাসপাতাল পাঠানো হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে ও ব্যথায় ফুলে উঠেছে। সংঘর্ষের পর ইউএসএস ফিৎজগেরাল্ডের কিছু অংশে পানি ঢুকে পড়ে। পরে সাত নাবিক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।’

দুই জাহাজের সংঘর্ষে আহত হন মার্কিন যুদ্ধজাহাজের কমান্ডিং অফিসার কমোডর ব্রাইস বেনসনসহ তিন নৌসেনা। তাদের চিকিৎসার জন্য ইয়োকোশুয়া নৌ হাসপাতালে নেওয়া হয়।

পাঠকের মতামত: