যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনী ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী।
১০ হাজার ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয়ী হয়েছেন তিনি।
যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসন থেকে নির্বাচনে দাঁড়ান তিনি।
গতবারও যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ওই আসন থেকে লড়েছিলেন এবং জয়লাভ করেছিলেন তিনি।
গতবার টিউলিপ এই আসন থেকে জিতেছিলেন এক হাজার ১৩৮ ভোটের ব্যবধানে।
ব্রেক্সিট ইস্যুতে আয়োজিত গণভোটে ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিলে পদত্যাগ করেন ডেভিড ক্যামেরন। এরপর টেরেসা মে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আসেন।
আগাম নির্বাচনের বিরুদ্ধে বারবার বক্তব্য দিয়ে আসলেও ১৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।
পাঠকের মতামত: