ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

লামায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি

bondukjoddমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় সোমবার দুপুরে সেনাবাহিনী ও পাহাড়ি সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট ছোঁড়া গুলিতে তাদের একজনের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসি দাবি করেছেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ ফাঁসিয়াখালী ইউনিয়নের চমু খাল, ত্রিডেবা, কেরানীঝিরি, ঈঁদগড় ছড়ার আগা, ক্যালাথোয়াই ত্রিপুরা পাড়া, গয়ালমারা এলাকা সন্ত্রাসীদের অভয়রাণ্যে পরিণত হয়েছে। রবিবার পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ জেএসএস এর টিম উক্ত গয়ালমারা এলাকার সাহাবুদ্দিনের রাবার বাগানে এসেছে এমন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোন অভিযান চালায় এবং নির্দিষ্ট স্থানটি ঘিরে রাখে। সোমবার দুপুরে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময় হয়। এই সময় সন্ত্রাসী ১জনের মৃত্যু ও ৩ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, গয়ালমারা এলাকায় লোকজন দুপুরে গোলাগুলির শব্দ শুনেছে বলে আমাকে জানিয়েছে। তবে এই ঘটনায় আলীকদম সেনা জোনের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া পায়নি।

পাঠকের মতামত: