ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

‘শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের হয়ে উঠতে হবে’

অনলাইন ডেস্ক ::1492610382
রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, ‘বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকলে হলে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের হয়ে উঠতে হবে।’তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে বহুমুখী জ্ঞান চর্চার অবাধ বিচরণ ক্ষেত্র। পাঠ্যসূচীর বাইরে শিক্ষার্থীরা যাতে সমসাময়িক বিষয়ে জ্ঞানার্জন করতে পারে সেদিকে কর্তৃপক্ষের খেয়াল রাখতে হবে। শিক্ষার বাণিজ্য গুনগতমানকে ব্যাহত করে। অনেক ক্ষেত্রে মেধা বিকাশের পথকে বাধাগ্রস্ত করে। তাই শিক্ষা ক্ষেত্রে এটি বন্ধ করতে হবে।’

বুধবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ‘সার্টিফিকেট একজন শিক্ষার্থীর যোগ্যতা স্বীকৃতি হলেও শিক্ষার মূল লক্ষ্য হতে পারেনা। এই বিশ্ববিদ্যালয় হতে আজকে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছো তোমরা তোমাদের ডিগ্রীর যথাযথ সম্মান এবং অর্জিত জ্ঞানকে দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাবে।’

সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মোহীত উল আলম। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.হুমায়ুন কবীরের পরিচালনায় এতে  সমাবর্তন বক্তার বক্তব্য রাখেন, ইমেরিটাস প্রফেসর ড.রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এএমএম শামসুর রহমান। এসময় রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের ১৪শ’ গ্র্যাজুয়েটের মাঝে  সনদ বিতরণ করেন এবং তাদের মধ্যে সর্বোচ্চ নম্বরধারী ৩২জনকে  স্বর্ণপদক দেন।

পাঠকের মতামত: