ঢাকা,মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

মাঝ আকাশে রুশ যুদ্ধ বিমান আটকে দিল মার্কিন বোমারু বিমান

অনলাইন ডেস্ক ::888888888888

উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে যখন যুদ্ধের উত্তেজনা বিরাজ করছে ঠিক তখনই রাশিয়ান যুদ্ধবিমানকে বিপদজনকভাবে রুখে দিন মার্কিন এয়ারফোর্স। আলাস্কা উপকূলে দুটি রুশ বোমারু বিমানের গতিরোধ করেছে মার্কিন ফোর্স। সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন হামলাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যখন উত্তেজনা চলছে তখন পেন্টাগনের কর্মকর্তারা চাঞ্চল্যকর এই বার্তা দিয়েছে। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

পেন্টাগনের মুখপাত্র গ্যারি রস জানিয়েছেন, মার্কিন বিমান বাহিনীর দু’টি ‘এফ-২২ র‌্যাপ্টর’ বোমারু বিমান রাশিয়ার এক জোড়া ‘টিইউ-৯৫’ বোমারু বিমানের গতিপথ আটকে দিয়েছে। আলাস্কার কোডিয়াক দ্বীপ থেকে ১৬০ কিলোমিটার দূরে সোমবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। সেই সময় মার্কিন বোমারু বিমানগুলো রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমানগুলোকে প্রায় ১২ মিনিট পাহারা দিয়ে নিয়ে যায়। এরপর রুশ বিমানগুলো গতিপথ পরিবর্তন করে রাশিয়ার পূর্বাঞ্চলে নিজ ঘাঁটির দিকে ফিরে যায় বলে পেন্টাগনের মুখপাত্র দাবি করেন।

রস বলেন, ‘নিরাপদ ও পেশাদারি’ মনোভাব নিয়ে রুশ বিমানগুলোর গতিপথ আটকে দেওয়া হয়েছে। এবং আন্তর্জাতিক রীতিনীতি বজায় রেখেই মার্কিন আকাশসীমা নিরাপদ রাখা সম্ভব হয়েছে। পেন্টাগনের মুখপাত্র বলেন, গতিরোধের শিকার রুশ বোমারু বিমানগুলো পারমাণবিক বোমা বহন করতে সক্ষম হলেও ঘটনার সময় এগুলো নিরস্ত্র ছিল। রুশ বোমারু বিমানের গতিপথ রোধের এই খবরের ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে এখনও কোন বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকের মতামত: