ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :::sssssssssss

সংবাদপত্র বিপণনের দেশের সর্ব বৃহৎ সংগঠন বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সম্মেলন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া (ফেনী)।

সভায় বিগত সাধারণ সভার কার্য বিবরণী ও বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিম (কক্সবাজার)। প্রতিবেদনটি সর্বসম্মতিক্রমে পাশ করা হয়।

সংগঠনের বিশেষ সাধারণ সভায় বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশন নামটি বিলুপ্ত করে বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট কল্যাণ এসোসিয়েশন হিসেবে রূপান্তর করা হয়। সারাদেশের এজেন্টদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় বক্তব্য রাখেন, মোহাম্মদ রেজাউল করিম (গোয়ালন্দ, রাজবাড়ী), এমএম আলী আক্কাছ (নাটোর), আবদুল বাতেন মৃধা (মনোহরদী), মোহাম্মদ আলী, মহসীন আহমেদ (কুলাউড়া), মোঃ আবদুল হামিদ বাবু (জয়পুরহাট), বিশ্বনাথ সাহা (রায়পুরা, নরসিংদী), সৈয়দ আবদুল মতিন (বগুড়া), নিজাম উদ্দিন (মিরসরাই), জাহাঙ্গীর আলম (গায়বান্ধা) প্রমুখ। সভা পরিচালনা করেন আবু বক্কর ছিদ্দিক বাকের (মুন্সিগঞ্জ)।

পাঠকের মতামত: