ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

লামায় সাবেক ইউপি মেম্বার সহ ৩ গরু চোর আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃgoru chury

লামায় চুরি যাওয়া গরু সহ ৩ গরু চোর আটক করেছে স্থানীয়রা। রবিবার বেলা ১২টায় উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেওলাচর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, সাবেক ইউপি মেম্বার মাংক্রাত মুরুং (৩৫), মেওলারচর এলাকার কপিল উদ্দিন (৪০) ও আবুল বাশার (৩৮)।

জানা গেছে, ২দিন আগে লামা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ডলুঝিরি পাড়ার মৃত অংচা ছাই মার্মার ছেলে মং¤্রাউ মার্মা (৫৫) এর একটি গরু বাছুর সহ চুরি হয়। অনেক খোঁজাখুজি করার পর রবিবার বেলা ১২টায় উক্ত গরু ২টি মেওলারচর এলাকার কপিল উদ্দিন ও আবুল বাশার থেকে উদ্ধার করে তাদের চোর হিসেবে পুলিশের হাতে তুলে দেয়া হয়। কপিল উদ্দিন জানায় তারা গরু মাংক্রাত মুরুং থেকে ক্রয় করেছে। গরু চোর ৩জন লামা থানায় পুলিশের হেফাজতে আছে। অপরদিকে উদ্ধারকৃত গরু ও বাছুরটি ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার তৈয়বা বেগমের জিম্মায় রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মামলার প্রক্রিয়া চলছে। ধৃতরা থানা হেফাজতে রয়েছে।

পাঠকের মতামত: