ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

ইসির প্রতীক তালিকা থেকে দাঁড়িপাল্লা বাদ

dari palনিজস্ব প্রতিবেদক :::

নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লাকে বাদ দেয়া হয়েছে। বুধবার প্রতীকটি বাদ দিয়ে ইসির পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হয়েছে।
একই সঙ্গে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করা হয়েছে। নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “জামায়াতের নিবন্ধন অবৈধ হওয়ার পর থেকে প্রতীকটি নিয়েও আদালতের পর্যবেক্ষণ রয়েছে। এটা একটা ম্যান্ডেটরি বিষয়। এখন সে অনুসারেই এটার বাস্তবায়ন হবে।”
সুপ্রিম কোর্টের এক ফুল কোর্ট সভায় দাঁড়িপাল্লা প্রতীক কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেয়া হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়। সর্বোচ্চ আদালতের মনোগ্রাম দাঁড়িপাল্লা হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এর পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় ইসি।

পাঠকের মতামত: