ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

বান্দরবানে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশি অভিযানে আটক ১

xxxমোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান প্রতিনিধি ঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ডাকাতির প্রস্তুতিকালে অপহরন ও ডাকাত চক্রের অন্যতম সদস্য এবং অর্ধডজন মামলার আসামী জসিম উদ্দিন প্রকাশ পেটি জসিম (৩০) আটক করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী রামু উপজেলার ঈদগঁড় ইউনিয়নের বৈদ্যাপাড়া এলাকার বাসিন্দা মৃত আবুল খায়েরের পুত্র। খবরপেয়ে তৎক্ষণাত ঘটনাস্থল পরিদর্শন করেন লামা সার্কেলের (লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলা) সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ সুপার ভূইয়াঁ মাহাবুব হাসান।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে ঈদগঁেড়র গহীন অরণ্যে বৈদ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের খবর নিশ্চিত করে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসা বলেন, জসিমকে গত ২০ ফেব্রুয়ারী আলীক্ষ্যং এলাকার ক্ষুদ্র রাবার বাগান মালিক আবুল বাশার অপহরণের সাথে সম্পৃক্ততা থাকতে পারে সন্দেহে আটক করা হয়েছে।

লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার ভূইয়াঁ মাহাবুব হাসান জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অপহরন সহ অর্ধডজন মামলা রয়েছে। বর্তমানে জসিমকে বাইশারী তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পাঠকের মতামত: