ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

লামায় ৭ম শ্রেণীর মারমা কিশোরীর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা !

mirtuমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামায় আবু মে মার্মা (১৩) নামে ৭ম শ্রেণীর এক মারমা কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে লামা পৌরসভার ছোট নুনারবিল মার্মা পাড়ার মংথোয়াই মারমা মেয়ে। রবিবার সকাল ৮টায় লামা হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুর রহমান মজুমদার তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, মেয়েটি কক্সবাজার জেলার মহেশখালী আদিনাথ মেলায় যেতে চাইলে তার মা-বাবা তাকে যেতে দেয়নি। তাই পরিবারের লোকজনের সাথে অভিমান করে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করে। মেয়েটি লামা সরকারী উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীর ছাত্রী। অপরদিকে মেয়ের পরিবার থেকে দাবি করা হয়েছে, রাতে প্রেসার বেড়ে গেলে সে মারা যায়। এই ঘটনায় ছোট নুনারবিল মারমা পাড়ার লোকজন একেক জন একেক রকম বক্তব্য দেয়। ঘটনা ধামাচাপা দিতে দ্রুত লাশ শশ্মানে নেয়ার তোড়জোড় চলছে।

লামা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুর রহমান মজুমদার বলেছেন, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। রোগের কারণে সে মারা যায়নি। বিষয়টি অপমৃত্যু।

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এই বিষয়ে আমি জানিনা। আমার কাছে কেউ কোন অভিযোগ করেনি।

পাঠকের মতামত: