মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা প্রতিনিধি ঃ
বান্দরবানে লামার ফাইতংয়ে টি.এইচ.বি. ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ব্রিকফিল্ড পরিচালনা ও কয়লার পরিবর্তে লাকড়ি পুড়ানোর অপরাধে শনিবার এই জরিমানা করা হয়। বান্দরবান ডিবি পুলিশেকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।
জানা গেছে, ফাইতং ২ কিলোমিটার এলাকায় প্রশাসনের কোন প্রকান অনুমতি ছাড়াই গড়ে উঠেছে ২৩টি অবৈধ ইটভাটা। সম্প্রতি এই বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচুর লেখালেখি হলে নড়েচড়ে বসে প্রশাসন। তারই ধারাবাহিকতায় বান্দরবান ডিবি পুলিশকে সঙ্গে নিয়ে শনিবার লামার ফাইতংয়ে অভিযান পরিচালনা করে লামার নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু। কয়লার পরিবর্তে লাকড়ি পুড়ানোর অপরাধে ইটপ্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৬ ধারায় ফাইতং কুইজ্যাখোলা এলাকার টি.এইচ.বি. ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু বলেন, এই অভিযান চলমান থাকবে। লামা উপজেলায় অবস্থিত কোন ব্রিকফিল্ডের লাইসেন্স নবায়ন নেই।
পাঠকের মতামত: