ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

আরকানের মজলুম মুসলমানদের পাশে দাঁড়ানো ঈমানী ও মানবিক দায়িত্ব

hefazatপ্রেস বিজ্ঞপ্তি:
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, আরকানে মুসলমানের ওপর যে নির্মম নির্যাতন-নিপীড়ন চলছে তা জাহেলী যুগের বর্বরতাকেও হার মানায়। আজ আরকানের মজলুম মুসলমানদের আহাজারীতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এ করুণ পরিস্থিতিতে কোন বিবেকবান ও ঈমানদার মানুষ নিরব বসে থাকতে না। আরকানের অত্যাচারিত মুসলমানদের পাশে দাড়ানো সকল মুসলমানদের ঈমানী ও মানবিক দায়িত্ব।

তিনি মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা হেফাজতে ইসলামের গুরুত্বপূর্ণ সভায় উদ্বোধনী বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

আরকানে মুসলমানদের ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচী মুতাবেক ২ ডিসেম্বর কক্সবাজারে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে লাইট হাউজ দারুল উলুম মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর পীরে কামেল মাওলানা তাজুল ইসলাম (বড় হুজুর), হেফাজত নেতা মাওলানা ক্বারী জহিরুল হক, মাওলানা মঈন উদ্দিন রুহী, হাফেজ মুজ্জাম্মেল হোছাইন, আব্দুল আল মাসউদ খান, কক্সবাজারের প্রবীন আলেম মাওলানা মাছরুর আহমদ, হেফাজত নেতা মাওলানা হাফেজ ছালামত উল্লাহ, মাওলানা আফছার উদ্দিন চৌধুরী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা নুরুল আলম আল মামুন, মাওলানা হাফেজ কামাল আহমদ, মাওলানা আব্দুর রহিম ফারুকী, মাওলানা হাফেজ মুবিনুল হক, মাওলানা কেফায়ত উল্লাহ, মাওলানা মনজুরে ইলাহী, মাওলানা সাায়েম হোসেন চৌধুরী, মাওলানা এহতেশামুল হক, মাওলানা জুনাইদ, মাওলানা খালেদ সাইফী, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা হুমায়ুন কবির, মাওলানা সোহাইল প্রমূখ।

সভায় আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী ঘোষিত মহাসমাবেশ সফল করার জন্য উপস্থিত সকলেই সর্বাত্মক অংশগ্রহণ ও সহযোগিতার প্রত্যায় ব্যক্ত করেন।

জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিব এ প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন।

 

পাঠকের মতামত: