ঢাকা,মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

ট্রাম্পের মামলার হুমকিতে ভীত নন নারীরা

37027_cathy-hellerঅনলাইন ডেস্ক :::

যৌন হয়রানির অভিযোগকারী নারীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। তার এ হুমকির জবাবে মুখ খুলেছেন অভিযোগকারী কিছু নারী। তারাও দমে যাওয়ার পাত্রী নন। ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন আরও জোরালোভাবে। বলেছেন, যদি ট্রাম্প অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করেন তাহলে শুধু ট্রাম্প একা নন, তার সঙ্গে থাকা সবার বিরুদ্ধে মামলা করার শক্তি আমাদের আছে। ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির শিকার জিল হার্থ অন্যতম। তার হয়ে প্রতিনিধিত্ব করছেন লিসা ব্লুম। তিনি অভিযোগ করেছেন, ১৯৯০ এর দশকের শুরুতে দুটি আলাদা ঘটনায় জিলের দিকে অপ্রত্যাশিত যৌন সুবিধা নিতে চেষ্টা করেছিলেন ট্রাম্প। তিনি ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের জবাবে টুইটারে শনিবার বিকালে লিখেছেন, যদি ট্রাম্প অভিযোগকারীদের বিরুদ্ধে মামলা করেন, তাহলে শুধু ট্রাম্প নন, তার সহযোগীদের বিরুদ্ধেও আদালতে যাওয়ার শক্তি আছে তাদের। ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন ক্যাথি হেলার। গত সপ্তাহে তিনি বলেছেন, ২০ বছর আগে তার অনুমতি না নিয়ে তাকে চুমু দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। মামলার হুমকি দেয়ার পর তিনি সিএনএনকে বলেছেন, আমি মনে করি এ হুমকি অন্যদের (নির্যাতিত নারীদের) বিরত রাখতে পারবে না। আরও অনেক নারী তাদের গোপন কথাগুলো খুলে বরে দেবেন। অনুমতি ছাড়া ট্রাম্পের বিরুদ্ধে চুমু খাওয়ার আরও অভিযোগ করেছেন টেম্পল তাগার্ট। তিনি সিএনএনকে বলেছেন, ট্রাম্পের মামলার হুমকিতে তিনি মোটেও বিস্মিত নন। তাগার্ট বলেছেন, ট্রাম্প তার বিরুদ্ধে পরিষ্কার অভিযোগগুলো থেকে নিজেকে মুক্ত করতে, সত্য মেনে নিতে, অভিযোগকারীদের কণ্ঠ রোধ করতে মমলার হুমকি দিতেই পারেন। এটা তার একটি হতাশাজনক কর্মকাণ্ড। ডনাল্ড ট্রাম্পের হাতে যৌন নির্যাতনের শিকার তিন নারীর প্রতিনিধিত্ব করছেন মানবাধিকার বিষয়ক আইনজীবী গ্লোরিয়া অলরেড। তিনি মনে করেন, ট্রাম্পের ওই হুমকি অন্য নারীদের অভিযোগ প্রকাশ করে দিতে বিরত রাখতে পারবে না। শনিবার লস অ্যানজেলেসে এক সংবাদ সম্মেলনে গ্লোরিয়া অলরেড বলেন, যদি ট্রাম্প মনে করে থাকেন হুমকি দেয়ার কৌশলের মাধ্যমে তিনি অভিযোগকারী নারী ও যারা সামনের দিনগুলোতের তাদের কথাগুলো বলতে চান তাদেরকে থামাতে পারবেন তাহলে পুরোপুরিই হতাশ হতে হবে তাকে। ডনাল্ড ট্রাম্পের হুমকিতে, ভয়ভীতিতে নারীদের কণ্ঠ কখনো স্তব্ধ হবে না।

পাঠকের মতামত: